You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বজুড়ে শ্রমবাজার পুনরুদ্ধার কঠিন হয়ে গেছে

বৈশ্বিক কর্মসংস্থান গত বছর অনেকটাই স্থবির ছিল। সে কারণে বিশ্বব্যাপী বেকারত্ব স্থির ছিল ৫ শতাংশে। তবে তরুণ বেকারত্বে সামান্য উন্নতি হয়ে তা ১২ দশমিক ৬ শতাংশ হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্থর গতির কারণে শ্রমবাজারের সম্পূর্ণ পুনরুদ্ধার কঠিন হয়ে পড়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সুইজারল্যান্ডের জেনেভায় আইএলওর সদর দপ্তর থেকে গত বৃহস্পতিবার ‘বৈশ্বিক কর্মসংস্থান ও সামাজিক দৃষ্টিভঙ্গি ২০২৫’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

আইএলওর প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, এ দেশে বেকারত্বের বেশি ঝুঁকিতে রয়েছে তরুণ-তরুণীরা, বিশেষ করে তরুণীরা। উৎপাদনশীলতার ক্ষেত্রে তারা তুলনামূলক বেশি পিছিয়ে, যা অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক সুবিচার ব্যাহত করছে।

প্রতিবেদনে বলা হয়, মূলত ভূ-রাজনৈতিক উত্তেজনা, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ব্যয় ও অমীমাংসিত ঋণ সমস্যা শ্রমবাজারের ওপর চাপ সৃষ্টি করছে। বিশ্বব্যাপী কাজের ইচ্ছা ও সুযোগের ব্যবধান, অর্থাৎ কেউ কাজ করতে চায় তবে পাচ্ছে না—এমন মানুষের সংখ্যা ৪০ কোটি ২০ লাখে পৌঁছেছে। এর মধ্যে ১৮ কোটি ৬০ লাখ বেকার। ১৩ কোটি ৭০ লাখ পছন্দসই কাজ না পেয়ে করতে আগ্রহী নয়। এ ছাড়া ৭ কোটি ৯০ লাখ মানুষ যারা কাজ করতে চাইলেও পারিবারিক দায়িত্বের কারণে চাকরি করতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন