মুহূর্তটা স্পেশাল তবুও মন খারাপের

দেশ রূপান্তর প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:০৮

ওপার বাংলায় আজ অভিষেক হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। মুক্তি পাচ্ছে তার প্রথম কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’। দেবরাজ সিনহা পরিচালিত এই সিনেমায় তাকে দেখা যাবে লাবণ্য চরিত্রে। পরীমণি ছাড়া এতে আরও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।


সিনেমা মুক্তি পেলেও ভিসা জটিলতার কারণে এর প্রচারে কলকাতায় যেতে পারেননি পরী। এর জন্য খানিকটা আক্ষেপও রয়েছে তার।  পরীর ভাষ্যে, ‘আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ রিলিজ হচ্ছে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে।’ সেইসঙ্গে তিনি আবেগাপ্লুতও হন। জানান তার কান্নাও পাচ্ছে যেতে না পারার কারণে। এরপর বললেন, ‘ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও