বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের অ্যাকশন-থ্রিলার সিকান্দার ২০২৫ সালের ৩০ মার্চ ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে। শুরুটা একটু ধীরে হলেও সোমবার বড় আয় হয়েছে সিনেমাটির। তবে মঙ্গলবার ফের কিছুটা কমেছে ব্যবসা। সব মিলিয়ে প্রথম তিন দিনে সিকান্দারের আয় খুব একটা কম নয়।
স্যাকনিল্কের মতে, মুক্তির দ্বিতীয় দিনে সিকান্দার ২৯ কোটি টাকা তোলে ভারতীয় বাজার থেকে। প্রথম মঙ্গলবার (৩য় দিন) সিনেমাটি বক্স অফিসে ১৭.৮১ কোটি টাকা আয় করেছে, যার ফলে তিন দিনে মোট আয় হয়েছে ৭২.৮১ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় বর্তমানে ৯৫ কোটি টাকা ছাড়িয়েছে। যদিও সিনেমাটি ভিকি কৌশলের ‘ছাবা’ বা মোহনলালের ‘এল২: এমপুরান’কে ছাপিয়ে গিয়ে বছরের সর্বোচ্চ ওপেনিং আয়ের রেকর্ড করতে পারেনি। যদিও নির্মাতাদের দেওয়া পরিসংখ্যান খানিক আলাদা।
জানা গেছে, সিনেমাটি প্রথম দিনে ভারতে ৩৫.৪৭ কোটি ও দ্বিতীয় দিনে ৩৯ কোটি আয় করেছে এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। তবে ভাইজানের ঈদ উপলক্ষ্যে রিলিজ হিসেবে এ সংখ্যা কিছুটা হতাশাজনক বলে মনে হচ্ছে।