৮৩ বছর বয়সে বব ডিলান টিকটকে

প্রথম আলো প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ২১:৩০

টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী বব ডিলান। গত মঙ্গলবার টিকটকে প্রথম ভিডিও পোস্ট করেছেন ৮৩ বছর বয়সী এই সংগীত তারকা। খবর বিলবোর্ডের


৫০ সেকেন্ডের ভিডিওতে ‘লাইক আ রোলিং স্টোন’, ‘হারিকেন’-এর মতো গান ব্যবহার করেছেন। ভিডিওতে পুরোনো ছবি ও অ্যালবামের কভার জুড়ে দিয়েছেন তিনি।
বব ডিলানকে টিকটকে স্বাগত জানিয়েছেন তাঁর অনুসারীরা। মেগান প্রিন্স নামের এক অনুসারী লিখেছেন, ‘তুমি আমার হিরো।’


প্রথম ভিডিও প্রকাশের এক দিনের ব্যবধানে টিকটকে বব ডিলানের ফলোয়ার হু হু করে বাড়ছে। এ পর্যন্ত ২৫ হাজারের বেশি ফলোয়ার রয়েছে।


বব ডিলান এমন সময়ে টিকটকে আত্মপ্রকাশ করলেন, তখন যুক্তরাষ্ট্রে টিকটেকর বিদায়ঘণ্টা বাজছে। ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে ভিডিও শেয়ারিং অ্যাপটি। এর পাঁচ দিন আগে অ্যাকাউন্ট খুলেছেন বব ডিলান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও