বিএনপির ৩১ দফা ও মধ্যপন্থী রাজনীতি কেন গুরুত্বপূর্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কয়েক বছর ধরেই রাষ্ট্রকাঠামো নিয়ে সংস্কারের কথা বলে আসছে। ২০১৬ সালে খালেদা জিয়া দলটির ভিশন ২০৩০ ঘোষণা করেন। এরপরের কয়েক বছর ধরে দলের অভ্যন্তরে ও শরিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে জুলাই ২০২৩-এ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার ঘোষণা দেন। যদিও বিএনপি ও এর শরিক দলগুলো বিভাগীয় পর্যায়ে তাদের ৩১ দফা নিয়ে সেমিনার ও আলোচনা সভা করেছিল, কিন্তু তা সাধারণ জনগণের কাছে খুব একটা পৌঁছায়নি।
পতিত ফ্যাসিস্ট আমলে বিরোধীদলীয় নেতা-কর্মী ও নাগরিক সমাজের ওপরে নির্যাতন ও বাক্স্বাধীনতার অভাবের কারণে মূলধারার গণমাধ্যমগুলোতেও বিরোধী দলগুলোর সংস্কার প্রস্তাবগুলো নিয়ে খুব বেশি আলোচনা লক্ষ করা যায়নি। বিএনপির সঙ্গে সঙ্গে নাগরিক সমাজের মধ্যে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ নামের সংগঠনটিও রাষ্ট্রকাঠামো মেরামত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।