রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নয়

যুগান্তর মো. মুজিবুর রহমান প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭

আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কখনোই বিদ্বেষহীন সম্পর্ক ছিল না। দেশে একাধিক বড় রাজনৈতিক দল আছে। অনেক সময় বড় দলের নেতৃত্বে অন্যান্য ছোট দল নিয়ে দলীয় স্বার্থে পৃথক পৃথক জোট গঠন করা হয়ে থাকে। এটা লক্ষ করার বিষয় যে, জোটের বাইরের দলগুলোর সঙ্গে জোটভুক্ত দলগুলোর সম্পর্ক প্রায় সব সময় বৈরীভাবাপন্ন ছিল এবং এখন যে ওই বৈরীভাবাপন্ন সম্পর্কের অবসান হয়েছে, তা নয়। বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অসহনশীল আচরণ ও অবিশ্বাসপূর্ণ সম্পর্ক দিনদিন বৃদ্ধি পাচ্ছে।


বলা যেতে পারে, এ সম্পর্ক এখন দেশের সাধারণ মানুষের জন্য নানামুখী মনস্তাত্ত্বিক বিড়ম্বনা এবং রাজনীতির প্রতি এক ধরনের বীতশ্রদ্ধ সৃষ্টি করছে। একইসঙ্গে এ ধরনের বৈরিতার কারণে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং রাজনৈতিক পরিবেশও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এমনটি হওয়ার কথা ছিল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও