অনেক সিনেমা মুক্তি পাচ্ছে, কিন্তু দর্শক নামই জানেন না : নিরব
কখনো যুক্তরাষ্ট্র, কখনো ব্যাঙ্কক তো আবার কখনো কাতার সফর—গেল কয়েক মাসে এটাই যেন রুটিন চিত্রনায়ক নিরবের। না কোনো ব্যক্তিগত কাজে নয়, অফিশিয়াল ট্যুর। মানে কাজের সূত্রেই সেখানে যাওয়া। এর বাইরে রয়েছে বিজ্ঞাপন, সিনেমার শুটিং।
সব মিলিয়ে বেশ চাঙ্গা একটা সময় পার করছেন এই নায়ক। তার সঙ্গে কথা বলেছে কালের কণ্ঠ অনলাইনের বিনোদন বিভাগ।
সাম্প্রতিক ব্যস্ততা
এখন ব্যস্ততা বলতে বিজ্ঞাপন, বিভিন্ন এন্ডোরসমেন্টের কাজ নিয়েই। আফগানিস্তানের পামি কোলার বিজ্ঞাপন করেছি এর মধ্যে। পামি কোলার যারা ডিস্ট্রিবিউটর তাদের সঙ্গে ব্র্যান্ডটির (পামি কোলার) বাংলাদেশি শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। পাশাপাশি সিনেমার শুটিং তো রয়েছেই। এই মাসে সিনেমার শুটিং করেছি। আবার সামনেও রয়েছে।
বিদেশ সফর
হ্যাঁ, এটা ঠিক। গত বছরের অনেকটা সময় দেশের বাইরেই ছিলাম। প্রায় চার মাস ১১ দিনের মতো। যুক্তরাষ্ট্র, ব্যাঙ্কক, কাতার, মালয়েশিয়া, দুবাই, ভারতসহ আরো কিছু দেশে গিয়েছিলাম অফিশিয়াল ট্যুরে। এর বাইরে অংশ নিয়েছি কিছু অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা মুক্তি
- নিরব হোসেন