বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। প্রতিপক্ষের ব্যাটারদের শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামিয়ে। বর্তমানে ৬ ম্যাচ শেষে ১৪ উইকেট নিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারিও। সর্বশেষ বছরেও এমন দুর্দান্ত ছন্দে ছিলেন বাংলাদেশি পেসার।
তার পুরস্কারই যেন এবার পেলেন তাসকিন। উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি। সীমিও ওভারের সংস্করনে ৭ ম্যাচ খেলেছে ১৪ উইকেট নেন ২৯ বছর বয়সী পেসার। শুধু ওয়ানডেতেই নয়, অন্য দুই সংস্করনেও দুর্দান্ত ছিলেন তিনি। সব মিলিয়ে ৩৪ ইনিংসে নিয়েছেন ৬৪ উইকেট। যা বাংলাদেশের হয়ে গত বছর সর্বোচ্চ।
একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়ানডের বর্ষসেরা একাদশে তাসকিন হলেও, তালিকায় রাজত্ব শ্রীলঙ্কার। লঙ্কানদের তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন।
তারা হচ্ছেন- পাথুম নিশাঙ্কা (৬৯৪ রান), কুশল মেন্ডিস (৭৪২ রান) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২৬ উইকেট ও ৮৭ রান)। দুজন করে একাদশে জায়গা পেয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের।
- ট্যাগ:
- খেলা
- বর্ষসেরা
- ওয়ানডে
- উইজডেন
- তাসকিন আহমেদ