You have reached your daily news limit

Please log in to continue


নারী ক্রিকেটে ভারতের রেকর্ড ৪৩৫ রান!

নারী ওয়ানডে ক্রিকেটে যেখানে ৩০০ রান করাও অনেক বড় ব্যাপার, সেখানে রীতিমতো রেকর্ড গড়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ (বুধবার) ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রানের ইতিহাস গড়লো স্মৃতি মন্দানারা। ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসে এটা সর্বোচ্চ রানের রেকর্ড।

শুধু তাই নয়, স্মৃতি মন্দানা নিজেও রেকর্ড গড়লেন। ওয়ানডে ক্রিকেটে ভারতীয় নারীদের মধ্যে দ্রুততম শতরান করলেন তিনি। ৭০ বলে ৯টি বাউন্ডারি ও চার ছক্কায় সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে ৩৭০ রান করেছিল ভারত। ওটাই ছিল এই ম্যাচের আগে ভারতের রেকর্ড। এবার নিজেদের রেকর্ড ভেঙে দিল তারা। তবে, নারী ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড নিউজিল্যান্ডের দখলে।

এই আয়ারল্যান্ডের বিপক্ষেই ২০১৮ সালে নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা গড়েছিলো ৪৯১ রানের বিশাল ইনিংস। নিউজিল্যান্ডের ৪৫৫ ও ৪৪০ রানের আরও দুটি বড় ইনিংস রয়েছে। এ দু’টির একটি আয়ারল্যান্ড এবং অন্যটি পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে। ভারতের ৪৩৫ রান নারী ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন