ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে জিতল বাংলাদেশের মেয়েরা
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সময়টা ভালোই যাচ্ছে। কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে বাংলাদেশ। সুমাইয়া আকতার, হাবিবা ইসলাম পিংকিদের বাংলাদেশ সেটা করেছে লঙ্কানদের মাঠে। কুয়ালালামপুরে আজ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ডকে।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে প্রস্তুতি পর্বেও দারুণ খেলছে বাংলাদেশ। কুয়ালালামপুরের রয়েল সেলাঙ্গর ক্লাবে ওয়ার্ম-আপ ম্যাচে পরশু বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কাকে। সুমাইয়ার নেতৃত্বে বাংলাদেশ আজ রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। রুদ্ধশ্বাস এই জয় এসেছে সুপার ওভারে।
১১৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ জয় তুলে নিতে পারত মূল ম্যাচেই। শেষ বলে বাংলাদেশের দরকার ছিল ১ রান। হাতে ছিল ১ উইকেট। এই শেষ বলে রানআউট হয়েছেন নিশিতা আক্তার নিশি। টাই হওয়া ম্যাচ এরপর গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাটিং নিয়ে সুপার ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ১১ রান। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনারের ওভারে একটা ছক্কা মেরেছেন সাদিয়া আকতার। ১২ রানের লক্ষ্যে নেমে সুপার ওভারে ইংল্যান্ড ১ উইকেটে ৯ রানে আটকে যায়। ২ রানে জয় পায় বাংলাদেশ।