ম্যান সিটির শিরোপা কেড়ে নেওয়া হলে পার্টি দেবেন ক্লপ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৪
স্পেনের মায়োর্কা দ্বীপে বিলাসবহুল এক বাংলো বাড়ি গড়েছেন ইয়ুর্গেন ক্লপ। নানা ব্যস্ততায় সেখানে খুব বেশি থাকা হয়ে ওঠে না তার। তবে আর্থিক বিধিভঙ্গের জন্য যদি ম্যানচেস্টার সিটির শিরোপা কেড়ে নেওয়া হয়, সেই বাড়িতেই বিশাল এক পার্টি দেবেন লিভারপুলের সাবেক কোচ।
লিভারপুলের দায়িত্বে একবার প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন ক্লপ (২০১৯-২০)। ম্যানচেস্টার সিটির পেছনে থেকে তার দল রানার্স আপ হয়েছিল দুই দফায়।
২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত সময়ে সিটির বিরুদ্ধে আর্থিক বিধির ১১৫টি ধারা লঙ্ঘনের অভিযোগে ২০২৩ সালে এটি স্বাধীন কমিশন গঠন করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ, যারা এখনও কাজ করে চলেছে। গত সেপ্টেম্বর থেকে চলছে শুনানি। সিটি অবশ্য বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে।