ধূমকেতুটি আবার দেখা যাবে এক লাখ ৬০ হাজার বছর পর
এক লাখ ৬০ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো আগামী কয়েকদিনে বিশ্বের আকাশে এক উজ্জ্বল ধূমকেতু দেখা যাবে বলে জানিয়েছে নাসা।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি বলেছে, এ ধূমকেতুর উজ্জ্বলতা নিয়ে ভবিষ্যদ্বাণী করা ‘খুবই কঠিন’। তবে ‘অ্যাটলাস সি/২০২৪ জি৩’ নামের ধূমকেতুটি খালি চোখে দেখার মতো যথেষ্ট উজ্জ্বল হবে।
সোমবার ‘পেরিহিলিয়ন’ বিন্দুতে ছিল ধূমকেতুটি। সূর্যকে কেন্দ্র করে কোনো মহাকাশীয় বস্তুর কক্ষপথের এই বিন্দুতে সূর্যের সবচেয়ে কাছে আসে। ধূমকেতুটির উজ্জ্বলতায়ও প্রভাব ফেলবে এটি। বিশেষজ্ঞরা বলছেন, সোমবার থেকে দেখা যাবে ধূমকেতুটি।
পৃথিবীর কোন কোন দেশের আকাশে ধূমকেতুটি দেখা যাবে এর সঠিক স্থানগুলো এখনও অজানা বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
বিশেষজ্ঞরা বলছেন, শুক্র গ্রহের মতো উজ্জ্বল হতে পারে ধূমকেতুটি। পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে সবচেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে এটি।
গত বছর এই ধূমকেতুর খোঁজ মেলে নাসার ‘অ্যাস্টরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম’-এ।