থ্রেডস-এ পোস্ট করার জন্য নির্মাতাদের আর অর্থ দিচ্ছে না মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। চুপিসারে নিজেদের বোনাস প্রোগ্রামটি বন্ধ করে দিয়েছে কোম্পানিটি।
এ প্রোগ্রামের আওতায় কিছু নির্মাতা প্রতি মাসে হাজার হাজার ডলার বোনাস পেতেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
কেন তারা এই পেমেন্ট প্রোগ্রামটি বন্ধ করেছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেটা। তবে একসময় ইনস্টাগ্রামের সাপোর্ট পেইজে যেসব তথ্য দেওয়া ছিল, সেখানে থ্রেডস নির্মাতাদের জন্য ‘ইনসেনটিভ’ বা বোনাসের বিষয়টি উল্লেখ থাকলেও এখন আর থ্রেডসের নাম নেই।