
স্টারলিংক ইন্টারনেটে বিভ্রাট: বিশ্বব্যাপী আড়াই ঘণ্টা পরিষেবা ব্যাহত
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ১২:০৬
স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। স্টারলিংক এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার বিকেল বাংলাদেশ সময় ১টা ৩০ মিনিট নাগাদ ব্যবহারকারীরা স্টারলিংক পরিষেবা বন্ধ থাকার অভিযোগ জানাতে শুরু করেন। দুপুর ২টা ০৫ মিনিটে স্টারলিংকের পক্ষ থেকে এক্স-এ আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তারা বিভ্রাট সম্পর্কে অবগত এবং সমস্যা সমাধানে কাজ করছে।
বিভ্রাটের সময় স্টারলিংক অ্যাপ ব্যবহারকারীরা ‘অপ্টিমাইজিং কানেকশন’ বা ‘অফলাইন’ বার্তা দেখতে পান এবং ইন্টারনেট ব্যবহার করতে পারেননি। প্রায় আড়াই ঘণ্টা পর পরিষেবা পুনরুদ্ধার করা হয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইন্টারনেট বিভ্রাট