পুলিশ হোক জনগণের
শুদ্ধিকরণ ছাড়া কোনোভাবেই পুলিশ বাহিনীকে জনগণের পুলিশে রূপান্তর করা সম্ভব নয়। একেবারেই নয়। এবার এক বিশাল সুযোগ এসেছে পুলিশ বাহিনীকে ‘জনগণের পুলিশে’ রূপান্তর করার। এ মুহূর্তে সম্পূর্ণ ছাঁটাইয়ের মাধ্যমে নতুন পুলিশ বাহিনী গঠন বাস্তবসম্মত নয় বিধায় অভ্যন্তরীণ সংস্কার প্রক্রিয়ার মাধ্যমেই শুদ্ধিকরণ এগিয়ে নিতে হবে।
তবে মনে রাখতে হবে, যাদের হাতে জনগণের রক্ত লেগে আছে, যারা গুম, ছিনতাই, রাহাজানি ও কালোটাকা অর্জনের সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই পুনর্গঠিত পুলিশ বাহিনীতে রাখা যাবে না! তাহলে শুদ্ধিকরণের উদ্দেশ্যই হবে ব্যর্থ। তাই বর্তমান প্রেক্ষাপটে জনগণের পুলিশ বাহিনীতে রূপান্তরিতকরণে কালক্ষেপণ না করে শুদ্ধিকরণে নিম্নবর্ণিত পদক্ষেপ নেওয়া জরুরি।