রিউমেটিক ফিভার : প্রচলিত ভুল ধারণা...
বণিক বার্তা
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:২০
এ রোগ নিয়ে সমাজে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে। এ রোগের চিকিৎসায় এটি বড় রকমের সমস্যা। অনেকের ধারণা বাতজ্বর মানে গিরেব্যথা। অবহেলার করলে এ রোগ ভয়াবহ আকার ধারণ করতে পারে। যেমন হার্টের ভালভ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
অনেকে মনে করেন, পেনিসিলিন ওষুধ বা ইনজেকশন ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়, আসলে পেনিসিলিন ওষুধ বা ইনজেকশন হার্টের ভালভ ভালো রাখার জন্য ব্যবহার করা হয়। এখানে ব্যথা কমানোর কোনো ব্যাপার নেই।