স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের ট্যাবলেট আনতে যাচ্ছে শাওমি
কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেটের সঙ্গে ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ট্যাবলেটের সংমিশ্রণ খুব কমই দেখা যায়। যদিও ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে এটি সাধারণ বিষয়। সম্প্রতি জানা গেছে, স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটযুক্ত ট্যাবলেট নিয়ে কাজ করছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। শক্তিশালী গ্যাজেটটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে উন্মুক্ত করা হতে পারে। খবর গিজচায়না।
বাজারে যেসব ট্যাবলেট পাওয়া যাচ্ছে, সেগুলোয় এখন পর্যন্ত কোয়ালকমের শক্তিশালী এ চিপসেট ব্যবহার করা হয়নি। ফলে শাওমি নতুন এ ট্যাবলেট বাজারে আনলে এটিই হবে শক্তিশালী অ্যান্ড্রয়েড ট্যাবলেট। বিষয়টিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। কার্তিকে সিং নামে এক টিপস্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শাওমি প্যাডে স্ন্যাপড্রাগন ৮ এলিট যুক্ত করার বিষয় সম্পর্কে জানান। আসন্ন ডিভাইসটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মতো পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে। এমনটা হলে উচ্চ মানের অ্যান্ড্রয়েড ট্যাবলেটের সক্ষমতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে গ্যাজেটটি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কোয়ালকম চিপ
- কোয়ালকম