গ্যাস্ট্রিকের ওষুধই যখন বিপদের কারণ
দেশে অপ্রয়োজনীয় গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের মাত্রা এতটাই যে ২০২৪ সালে শুধু একটি ব্র্যান্ডেরই ওষুধ বিক্রি হয়েছে ৯১৮ কোটি টাকার। সর্বাধিক বিক্রীত ওষুধের তালিকায় প্রথম তিনটিই দখল করেছে গ্যাস্ট্রিকের ওষুধ ইসোমিপ্রাজলের তিনটি ব্র্যান্ড। দীর্ঘ সময় ওষুধটি সেবনে স্বাস্থ্যের কী ক্ষতি হতে পারে, তা জানাচ্ছেন ডা. মো. আসাদুজ্জামান কনক।
আমাদের দেশে পেপটিক আলসার ডিজিজ ও গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি) রোগীর অভাব নেই।
প্রচলিত ভাষায় এটাকে ‘গ্যাস্ট্রিক’ বলে বেশির ভাগ মানুষ। রোগ দুটি নিয়ন্ত্রণে ওষুধ ব্যবহার অত্যন্ত কার্যকর। বেশির ভাগ রোগী জীবনযাপনে পরিবর্তন আনার বদলে ওষুধের ওপর নির্ভরশীলতাকেই বেছে নেন।
পেপটিক আলসারের প্রধান লক্ষণ বুকের নিচ থেকে নাভি পর্যন্ত পেটব্যথা।
পাশাপাশি অল্প খেলেই পেট ভরে যাওয়ার অনুভূতি হওয়া, পেট অতিরিক্ত ভরা মনে হওয়া এবং বমি হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্বাস্থ্য ঝুঁকি
- ওষুধ
- গ্যাস্ট্রিক