নাইজেরিয়ায় ‘ভুল’ বিমান হামলায় ১৬ বেসামরিক নিহত

কালের কণ্ঠ নাইজেরিয়া প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ২৩:১৩

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় আত্মরক্ষামূলক বাহিনীকে ভুলবশত অপরাধীচক্র ভেবে শনিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রবিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


এই ঘটনাটি ছিল দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনাজনিত বিমান হামলা, যেখানে বেসামরিক মানুষ হতাহত হয়েছে।

এর আগে ২৫ ডিসেম্বর প্রতিবেশী সোকোটো রাজ্যে জিহাদিদের লক্ষ্য করে চালানো এক অভিযানে দুটি গ্রামে বোমা বিস্ফোরণে অনেক প্রাণহানি হয়। দেশটির সেনাবাহিনী দীর্ঘদিন ধরে উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে গ্রামে ত্রাস সৃষ্টি করা অপরাধীচক্রের বিরুদ্ধে লড়াই করছে। এই অপরাধীরা গ্রামে হামলা চালিয়ে লুটপাট, হত্যাকাণ্ড ও অপহরণ করে।


স্থানীয় বাসিন্দা সাঈদু ইব্রাহিম জানান, দাঙ্গেবে গ্রামে অস্ত্রধারীদের তাড়িয়ে দিয়ে স্থানীয় বাসিন্দারা যখন তুঙ্গার কারা গ্রামে পৌঁছয়, তখন যুদ্ধবিমানটি তাদের ওপর বোমা ফেলে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও