প্রয়োজনীয় সংস্কার করে এ বছরই নির্বাচন চায় বিএনপি

কালের কণ্ঠ প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ২৩:০৪

প্রয়োজনীয় সংস্কার শেষ করে এ বছরেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে মনে করছে বিএনপি।


রবিবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।


দেশে অগণতান্ত্রিক অবস্থা বেশি দিন চলতে পারে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘তাই আমাদের দল চায় প্রয়োজনীয় সংস্কার শেষ করে চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন।’


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে দেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।


তার মধ্যে একটি হচ্ছে নির্বাচন...কবে নির্বাচন হতে যাচ্ছে? আমাদের ভাবনা কী? সংস্কারের ব্যাপারে যে আলোচনা হয়েছে... সেই সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কী? মূলত নির্বাচনের রোডম্যাপ এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও