চা শিল্পেও শেখ পরিবার ভাগ বসিয়ে ছিল: সারজিস

বিডি নিউজ ২৪ কমলগঞ্জ প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ২২:৫৯

চা শিল্পেও শেখ পরিবার ভাগ বসিয়ে ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।


তিনি বলেছেন, “চা শ্রমিক বোনদের এই চেহারা ছিল না। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে তাদের এই অবস্থা হয়েছে। তাদের উন্নয়ন নিয়ে কেউ ভাবে না। তাদের নিয়ে শুধু রাজনীতি করতেই ব্যস্ত ছিল সবাই।”


রোববার বিকালে চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকরি নিশ্চিতসহ সর্বোপরি শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিয়ে জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগান মাঠে অনুষ্ঠিত সমাবেশ এসব কথা বলেন তিনি।


সারজিস আলম বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার চোখ শুধু ঢাকা থেকে তার বাপের বাড়ি টুঙ্গীপাড়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল। দেশের অন্য কোথাও তার চোখ পড়েনি।”


বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এ লক্ষ্যে নতুন গণতান্ত্রিক সংবিধান আমরা তৈরি করব। এই পরিষদে চা শ্রমিকদের প্রতিনিধি থাকবে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও