লিটন-তামিমের রেকর্ড জুটি, বিপিএলে রেকর্ড স্কোর ঢাকার

জাগো নিউজ ২৪ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ২০:৫৭

টানা ৬ ম্যাচ হার। আগের ম্যাচে ১৯৪ রান করেও হারতে হয়েছিলো ঢাকা ক্যাপিটালসকে। জয়ের রাস্তায় কিভাবে ওঠা যায়, সে চিন্তায় অস্থির ঢাকার টিম ম্যানেজমেন্ট।


এরই মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেন লিটন দাস। দলের ব্যর্থতা আর নিজের ব্যর্থতা- দুটোই তাঁতিয়ে দিয়েছে লিটন দাসকে। তার সঙ্গে সুর মেলালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়া আরেক ওপেনার তানজিদ তামিম।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে লিটন আর তানজিদ তামিম মিলে ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড জন্ম দিয়েছেন। দূর্বার রাজশাহীর বোলারদের বেদড়ক পেটালেন দু’জন। প্রায় পুরোটা ইনিংস খেলে দিলেন এ দু’জনই।


কিন্তু পুরো ইনিংসের মাত্র ৩ বল বাকি থাকতে আউট হয়ে যান তানজিদ হাসান তামিম। তার আগেই সেঞ্চুরি করে ফেলেন তিনি। সেঞ্চুরি করেন লিটন দাসও। দু’জনের জোড়া সেঞ্চুরিতে ওপেনিং জুটিতে ওঠে ২৪১ রান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও