ক্রোমিয়াম ইকোসিস্টেম উন্নয়নে তহবিল চালু করল গুগল
ক্রোমিয়াম ইকোসিস্টেমে উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত বা ওপেন সোর্সভিত্তিক প্রকল্পগুলোর উন্নয়নে তহবিল সরবরাহের জন্য নতুন একটি উদ্যোগ চালু করেছে গুগল। লিনাক্স ফাউন্ডেশনের সহযোগিতায় চালু হওয়া এই তহবিলের নাম ‘সাপোর্টার্স অব ক্রোমিয়াম বেজড ব্রাউজার্স’। গত বৃহস্পতিবার গুগলের এক ঘোষণায় জানানো হয়, ‘নিরপেক্ষ’ এই মাধ্যমটি ক্রোমিয়াম প্রকল্পগুলোকে আর্থিক সহায়তা ও অবকাঠামোগত সমর্থন দেবে।
গুগল ২০০৮ সালে ক্রোম ব্রাউজারের পাশাপাশি ক্রোমিয়াম উন্মোচন করে। ওপেন সোর্সভিত্তিক এই অবকাঠামো মাইক্রোসফট এজ, অপেরা ও ব্রেভসহ অনেক ব্রাউজারের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। গুগলের পাশাপাশি মেটা, মাইক্রোসফট ও অপেরা এরই মধ্যে এই উদ্যোগে যুক্ত হয়েছে। মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, এই তহবিল কমিউনিটির প্রয়োজন অনুযায়ী তহবিল ব্যবস্থাপনা এবং বরাদ্দ নিশ্চিত করবে।
গুগল জানিয়েছে, ২০২৩ সালে তারা ক্রোমিয়ামে এক লাখের বেশি কমিট (কোডের আপডেট বা সংশোধনীকে বোঝায়) যুক্ত করেছে। প্রকল্পের টেকসই উন্নয়নে অবকাঠামোগত বিনিয়োগও অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিদিন হাজারো সার্ভার ব্যবহার করে কোটি কোটি টেস্ট চালানো হয়। শতাধিক বাগ রিপোর্টের মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করা হয়। পাশাপাশি কোডের স্থায়িত্ব নিশ্চিত করতে নিয়মিত মানোন্নয়নের কাজ চলছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইকোসিস্টেম
- ক্রোমিয়াম
- তহবিল গঠন
- গুগল