You have reached your daily news limit

Please log in to continue


‘এখন গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই’

শিল্পখাতে গ্যাসের দাম বাড়াতে চায় সরকার। এতে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। জ্বালানি বিভাগের অনুমোদনের পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব করেছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

ফেব্রুয়ারিতে বিইআরসি কমিশন সভায় বাড়তি দামের অনুমোদন দিলেই বাড়বে গ্যাসের দাম। তবে এই মুহূর্তে গ্যাস বাড়ানোর কোনো যৌক্তিকতাই দেখছেন না জ্বালানি বিশেষজ্ঞরা।

এসব বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন এবং কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম।

প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাসের সরবরাহ নিশ্চিত করা এবং বিগত সরকারের আমলে জ্বালানিখাতের দুর্নীতি, লুণ্ঠনের পরিমাণ নিরূপণ করে সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

‘গরমকালে কী হবে আমরা তো চিন্তাই করতে পারছি না’

ড. ইজাজ হোসেন বলেন, শিল্পে কিছুদিন আগেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। তারপর তো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে গ্যাসের দাম বাড়াতে হবে। এখন দাম বাড়ানোর মতো কোনো যুক্তি দেখছি না। জ্বালানি উপদেষ্ট এর আগেও দাম বাড়ানোর আভাস দিয়েছিলেন। সমস্যাটা হচ্ছে যারা ইনভেস্ট করে বসে আছেন তারা তো গ্যাস পাচ্ছেন না। সংকটের কারণে নতুন করে সংযোগ দেওয়া হচ্ছে না। এখন তাদের তো সরকার বলেনি যে এই দামে তারা গ্যাস পাবে না। তারা হয়তো এই দামে গ্যাস সংযোগ নেবে না। এখন গ্যাস নিতে হলে তাদের দুই গুণ বেশি দাম দিতে হবে।

তিনি বলেন, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে বিইআরসি কী বলে! পেট্রোবাংলা বা সরকার ইচ্ছা করলেই তো আর দাম বাড়াতে পারবে না। আমার যতটুকু ধারণা যে বিইআরসি বলবে যে এরকম দাম বাড়ানো সম্ভব নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন