লোকে কী ভাববে, এই ভাবনা থেকে বিরত থাকবেন যেভাবে
আমরা প্রায়ই নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে বসি, লোকে কী বলবে? মানুষ কী বলবে, সমাজ কী ভাববে সেই ভাবনা থেকে প্রায়ই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিক সময়ে নিতে পারি না আমরা। এমনকি লোকের ভাবনা ভাবতে গিয়ে গোটা জীবন হয়তো পছন্দসই পোশাকটাও অনেকে পরতে পারেন না।
বাইরের মানুষের নেতিবাচক মন্তব্য শুনবেন না বলে অনেকেই কথা বলা কমিয়ে দেন, ক্লাসে কিংবা অফিসের মিটিংয়েও নিজের মত প্রকাশ করেন না, এমনকি নিজের প্রেমিক বা প্রেমিকার কাছেও মনের ইচ্ছার কথা খুলে বলেন না। কবি কামিনী রায় এসব মানুষের কথা ভেবেই বোধহয় লিখেছিলেন, 'আড়ালে আড়ালে থাকি/নীরবে আপনা ঢাকি/সম্মুখে চরণ নাহি চলে/পাছে লোকে কিছু বলে।'
এই প্রসঙ্গে যুক্তরাজ্যের সাবেক প্রথানমন্ত্রী উইনস্টন চার্চিলের একটি উক্তি মনে পড়ল। তিনি বলেছিলেন, 'আমি যখন জীবনের উদ্বেগগুলোর দিকে ফিরে তাকাই, তখন মনে পড়ে সেই বৃদ্ধের গল্প। নিজের মৃত্যুশয্যায় তিনি বলেছিলেন, তার জীবনে অনেক সমস্যা ছিল, যার বেশিরভাগই কখনো ঘটেনি।'
অর্থাৎ অনেক সমস্যা বা উদ্বেগ আছে যেগুলো আদতে আমরা নিজের মন বা মাথায় সৃষ্টি করি। তারপর সেটা নিয়ে অযথা উদ্বেগে দিন কাটাই। তার মধ্যে অন্যতম হলো, পাছে লোকে কিছু বলে। আপনি যদি নিজের জীবনে বা ক্যারিয়ার অনেক এগিয়ে যেতে চান, তাহলে লোকে কী বলবে সেই চিন্তা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। কারণ এই ভাবনা কেবল আপনাকে পেছনেই টেনে নেবে, সামনে এগোতে দেবে না। লোকে কী বলবে সেটা না ভেবে জীবনযাপন করতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে।
কোনোকিছুই অবিনশ্বর নয়
মানুষের মস্তিষ্ক সীমিত কিছু তথ্য সংরক্ষণ করতে পারে। তাই অন্যের সমালোচনার ভয় মাথা থেকে ঝেড়ে ফেলুন। কোনো স্মৃতিই অনন্তকালের জন্য কারও সঙ্গে থাকবে না। তাই যখন কেউ আপনার সম্পর্কে কোনো রায় দেয়, সমালোচনা করে তাহলে তার সেই ভাবনাও এক সময় মুছে যাবে। আপনিও সময়ের ব্যবধানে ভুলে যাবেন যে কী হয়েছিল। তাই আজ কেউ আপনার সম্পর্কে কী ভাবল, সেটা মাথায় নিয়ে নিজেকে ছোট করে রাখবেন না।