অনুমতি ছাড়াই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা আটকাবেন যেভাবে

যুগান্তর প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ২১:০৩

টুং করে একটা নোটিফিকেশন আসল, আপনাকে কেউ কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে। ঢুকে দেখলেন ওই গ্রুপ পরিচিত না।


বিশেষ ফিচার চালু করতে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না। অ্যানড্রয়েড ও আইফোনের গ্রাহকরা হোয়াটসঅ্যাপের এই ফিচার ব্যবহার করতে পারবেন। কীভাবে নিজের ফোনে এই সেটিংস এনেবেল করবেন? জানুন বিস্তারিত—


* এই ফিচার ব্যবহারের জন্য শুরুতেই প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। এর পরে নীচের ধাপগুলি পরপর অনুসরণ করুন:


অ্যানড্রয়েড ফোনের ক্ষেত্রে



  • হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন

  • এবার সেটিংস >অ্যাকাউন্ডট > প্রাইভেসি সিলেক্ট করুন

  • এবার গ্রুপস সিলেক্ট করলে তিনটি অপশন দেখতে পাবেন। এই অপশনগুলি হল এভরিওয়ান, মাই কন্টাকস ও মাই কন্টাকস এক্সপার্ট (Everyone, My Contacts, or My Contacts Except)

  • এখানে এভরিওয়ান সিলেক্ট করলে যে কোন হোয়াটসঅ্যাপ গ্রাহক আপনাকে যে কোন গ্রুপে অ্যাড করতে পারবেন
    মাই কন্টাকস সিলেক্ট করলে শুধুমাত্র আপনার কনট্যাক্টে যে সব নম্বর সেভ রয়েছে সেই সব ব্যক্তি আপনাকে কোন গ্রুপে অ্যাড করতে পারবেন

  • মাই কন্টাকস এক্সপার্ট সিলেক্ট করার পরে আপনি যদি কোন ব্যক্তিকে কনট্যাক্ট থেকে সিলেক্ট করেন তবে সেই ব্যক্তিই আপনাকে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না

  • এখানে সিলেক্ট অল করলে আর কোন ব্যক্তি আপনাকে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও