প্রবাসীদের রাজনৈতিক বিভেদে ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে: তৌহিদ হোসেন
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৫৬
ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিদেশে প্রবাসীদের রাজনৈতিক বিভেদে দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ থেকে বেরিয়ে এসে প্রবাসীদের সেই দেশের স্থানীয় রাজনীতিতে জড়িত হতে হবে।
তাহলেই বাংলাদেশকে ব্র্যান্ডিং করা সম্ভব হবে।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বছরব্যাপী বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠেয় ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৫’ উদ্বোধনী ও ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি।