You have reached your daily news limit

Please log in to continue


গাজায় নিহতের প্রকৃত সংখ্যা ৪১ শতাংশ বেশি: ল্যানসেটের গবেষণা

ইসরাইলি হামলার প্রথম ৯ মাসে ফিলিস্তিনের গাজায় নিহতের প্রকৃত সংখ্যা উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের চেয়ে প্রায় ৪১ শতাংশ বেশি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চিকিৎসাবিজ্ঞানবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই অনুমান করা হয়েছে। খবর আল জাজিরার।

গত বছরের ৩০ জুন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৭ হাজার ৪৭৭ জন নিহতের তথ্য দেয়।

মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য, অনলাইন জরিপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোক সংবাদগুলো তথ্য পর্যালোচনা করে গবেষকরা ওই সময়ে আঘাতের কারণে মৃতের সংখ্যা ৫৫ হাজার ২৯৮ জন থেকে ৭৮ হাজার ৫২৫ জন হয়েছিল বলে মনে করছেন।

এর মধ্যে গবেষণায় সবচেয়ে সেরা হিসেবে মৃতের সংখ্যা ৬৪ হাজার ২৬০ বলে ধরা হচ্ছে। এর অর্থ দাঁড়ায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা ৪১ শতাংশ কম দিয়েছে। এই নিহতের সংখ্যা গাজা যুদ্ধ-পূর্ববর্তী মোট জনসংখ্যার ২.৯ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন