সাইবার সুরক্ষা আইন জনগণকে কতটা সুরক্ষা দেবে?
স্বৈরশাসকদের সবচেয়ে বড় ভয় নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতায়। স্বৈরশাসনকে দীর্ঘায়িত করতে হলে প্রথমেই নাগরিকদের কণ্ঠরোধ করতে হয়। দু’ভাবে স্বৈরাচারী সরকার নাগরিকদের কণ্ঠরোধ করে-বলপ্রয়োগ ও আইন প্রয়োগ।
বিগত সরকার এ দু’ভাবেই নাগরিকদের কণ্ঠরোধ করার সর্বোচ্চ চেষ্টা করেছে। সরকার একের পর এক কঠিন কঠিন আইন করে মতপ্রকাশের পথ সংকীর্ণ করেছে। সেই সঙ্গে রাষ্ট্রীয় বাহিনী সেই আইনের প্রয়োগ ও অপপ্রয়োগ করে সেই পথকে আরও সংকীর্ণ করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি আইন ইত্যাদি নানা কঠিন আইনি মারপ্যাঁচে মতপ্রকাশের স্বাধীনতাকে নানাভাবে খর্ব করা হয়েছে।
- ট্যাগ:
- মতামত
- সাইবারক্রাইম
- স্বৈরশাসক