সাবেক ওসি পালানোয় বর্তমান ওসি বরখাস্ত
পুলিশ হেফাজত থেকে ঢাকার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মো. মহিববুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি মো. শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ।
আজ সারা দেশের সব থানা ও বন্দরগুলোয় রেড অ্যালার্ট জারি করা হয়। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, পালিয়ে যাওয়া এই আসামিকে ধরতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রত্যাহার
- পলায়ন করা
- ওসি
- পুলিশ হেফাজতে