এই কনসার্টে আমরা ২০টির বেশি গান করব
এ প্রজন্মের ব্যান্ড ‘সহজিয়া’। ১৪ বছরের পথচলায় আগামীকাল প্রথমবার একক কনসার্ট করবে তারা। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে হবে তাদের কনসেপচুয়াল কনসার্ট ‘ধ্যান’। ব্যান্ডটির ভোকাল রাজীব আহমেদ রাজুর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।
প্রথম একক কনসার্ট করতে ১৪ বছর লেগে গেল! কারণ কী?
রাজীব আহমেদ রাজু: একটি সলো কনসার্ট আমাদের কাছে লাইফটাইম অ্যাচিভমেন্টের মতো। কারণ সলো কনসার্টে মানুষ আসে একটি ব্যান্ডকে এক্সপ্লোর করতে। সে হিসেবে ব্যান্ডটির পর্যাপ্ত ম্যাচুরিটি থাকা উচিত। সলো কনসার্ট মানে দুই-আড়াই ঘণ্টা গান করতে হবে।
সুতরাং ততগুলো গানও থাকা আবশ্যক। এই কনসার্টে আমরা ২০টির বেশি গান করব। তো এ রকম সলো কনসার্টে আসার ক্ষেত্রে যেকোনো ব্যান্ডেরই ১০-১২ বছর সময় নেওয়া উচিত।
কনসার্টের নাম ‘ধ্যান’ কেন?
রাজীব আহমেদ রাজু: আমাদের দুটি অ্যালবাম ‘রংমিস্ত্রি’ ও ‘ঘোড়া’।
যদি খেয়াল করেন, দেখবেন সেগুলোও কনসেপচুয়াল। ‘ঘোড়া’ অ্যালবামের সব গানেই ঘোড়া শব্দটি আছে। আমাদের মিউজিক্যাল জার্নির যেকোনো উপস্থাপনায় নিজস্ব চিন্তা রাখার চেষ্টা করি। এখন একক কনসার্টের সময় ‘ধ্যান’ নামটিই মানানসই মনে হয়েছে।
- ট্যাগ:
- বিনোদন
- কনসার্ট
- ব্যান্ড দল