সালমানের সাম্রাজ্য: কৌশলী নিয়ন্ত্রণ, ধোঁয়াশা আর ২৭৫ কোটি টাকার বিচিত্র পোর্টফোলিও

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি; তবে বিশাল এই ব্যবসায়িক সাম্রাজ্যের কোথায় তার অংশীদারত্ব কতটুকু, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।


গ্রুপের অনেক কোম্পানি আছে, যেখানে তার শেয়ার কেবল নামমাত্র। কিন্তু বছরের পর বছর ধরে সেসব কোম্পানির পুরো নিয়ন্ত্রণ রয়ে গেছে তার এবং তার পরিবারের হাতে।


বিচিত্র কৌশলে তিনি এসব কোম্পানির পর্ষদ আর ব্যবস্থাপনায় একচেটিয়া আধিপত্য ধরে রেখেছেন। বেক্সিমকোর নামে এমনও অনেক কোম্পানি আছে, যেগুলো মূলত শেয়ার কেনাবেচা আর ঋণ নেওয়ার জন্য খোলা হয়েছিল বলে অনেকের ধারণা।


ট্রেডিং থেকে আবাসন, পাটপণ্য কিংবা পোশাক থেকে প্রযুক্তিসহ বিভিন্ন খাতের ৩৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের শেয়ারের তথ্য পাওয়া যায়।


পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটসহ এসব কোম্পানিতে তার বিনিয়োগের পরিমাণ ২০২৩ সালের ৩০ জুনের বাজারমূল্য অনুযায়ী প্রায় ২৭৫ কোটি টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও