জুলাই অভ্যুত্থানের গল্পে মুক্তি পেল ‘মুক্তি : জেন জেড রেভল্যুশন’

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:০৮

জুলাই বিপ্লবের অসাধারণ গল্প নিয়ে নির্মিত হচ্ছে আট পর্বের ডকুমেন্টারি ‘মুক্তি : জেন জেড রেভল্যুশন’। ইতোমধ্যে প্রথম পর্ব প্রকাশিত হয়েছে এর। সম্প্রতি ‘দ্য ফ্রন্ট পেজ’-এর অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়েছে প্রথম পর্বটি।


২০২৪ সালে দেশের ছাত্র-সমাজ কিভাবে ১৫ বছরের দীর্ঘ স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই দৃশ্যই ফুটে উঠেছে ডকুমেন্টরিতে।


ক্রমবর্ধমান বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ থেকে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত একটি তরুণ-নেতৃত্বাধীন বিপ্লবে রূপ নেয় এবং প্রথাগত ক্ষমতার কাঠামো ভেঙে দেয়। ডকুমেন্টারিতে বিশেষ সাক্ষাৎকার, বিভিন্ন এক্সক্লুসিভ/ আন-রিলিজড ফুটেজ এবং হৃদয়স্পর্শী বর্ণনার মাধ্যমে জুলাই-আগস্ট মাসের জানা-অজানা বাস্তব চিত্রগুলো তুলে ধরা হয়েছে। 


গত বছরের পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনাপ্রবাহকে ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে এই আট পর্বের ডকুমেন্টারি সিরিজে, যেখানে সহিংস দমন-পীড়ন এবং গোলাগুলির মধ্যেও তরুণদের সাহসিকতা ও সংগ্রাম দেখা গেছে। এতে কোটা আন্দোলন, তরুণদের দৃঢ়তা এবং ন্যায়বিচারের জন্য তাদের লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে।


আন্দোলনের সামনে ও পেছনের জানা-অজানা মুহূর্তগুলো এবং আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত ভবিষ্যৎ নিশ্চিতের প্রচেষ্টাকে তুলে ধরা হয়েছে এতে।  


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও