টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী একটা সময়ে আলোচিত জুটি ছিলেন। ছিল প্রেম, ছিল ভালোবাসা—আরও অনেক কিছু ছিল; কিন্তু হঠাৎ করে সেই সম্পর্কে যেন ছন্দপতন ঘটে। এরপর কেটে গেল ৯ বছর। তারপর আবার দুজনে ফিরছেন পর্দায়।
এ তারকা জুটির সম্পর্ক ভেঙেছে অনেক বছর আগে। বর্তমানে শুভশ্রী স্বামী টালি প্রযোজক রাজ চক্রবর্তী ও দুই সন্তানকে নিয়ে সুখের সংসার করছেন। অন্যদিকে দেব অভিনেতা হওয়ার পাশাপাশি একজন সংসদ সদস্য হিসেবেও নিজ দায়িত্ব পালন করে চলেছেন।
তাদের প্রেম, বিচ্ছেদ— এরপর দীর্ঘ নীরবতা ভেঙে এবার একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হলেন তারা। প্রায় ৯ বছর পর মুক্তি পেতে চলেছে তাদের অভিনীত শেষ সিনেমা ‘ধূমকেতু’। এ সিনেমার প্রচার কেন্দ্র করেই যেন আবার আলোচনায় উঠে এসেছেন এ সাবেক তারকা জুটি।