শিবিরের নতুন প্রতিজ্ঞা

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮

নতুন বছরে নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রতিজ্ঞা অনুযায়ী সংগঠনটি নতুন বছরে কারো সঙ্গে খারাপ আচরণ করবে না এবং অন্যের ক্ষতি হয়-এমন কাজকর্মও করবে না।


বুধবার বিকেলে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে এ প্রতিজ্ঞার কথা জানানো হয়।


এতে বলা হয়েছে, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যার হাত ও মুখ থেকে অপর মুসলিমগণ নিরাপদ থাকে সে ব্যক্তিই প্রকৃত মুসলিম।

আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন।” (বুখারি, মুসলিম, তিরমিজি)।’


‘অন্যত্র তিনি বলেছেন, “যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতিসাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত।” -সুনানে তিরমিজি: ১৯৪১।


এতে আরো বলা হয়, ‘আমি নিজেকে প্রকৃত মুসলিম ও মুমিন হিসেবে গড়ে তুলতে চাই, সে কারণে অনলাইন-অফলাইনে কারো সাথে খারাপ আচরণ করবো না; অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজকর্ম করবো না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আপনি হয়েছেন তো?’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও