‘২০২৫-এর এপ্রিল মাসে ভয়াবহ মহামারী দেশে’, ভাইরাল ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

eisamay.com প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৫৮

বছর পাঁচেক আগে বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছিল করোনা ভাইরাস। সেই ভয়াবহ স্মৃতি ভুলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। কিন্তু এরই মধ্যে চিনে চোখ রাঙাচ্ছে নয়া ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV)। যদিও বেজিংয়ের দাবি, শীতের সময়ে আবহাওয়ার জন্য ফুসফুসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সেই দেশের নাগরিক এবং বিদেশিরাও সেখানে সুরক্ষিত। তবুও সেই কথা হজম করতে পারছেন না অনেকেই। আর এই সমস্ত কিছুর মধ্যেই নতুন একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


২০২২ সালে এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২৫ সালের এপ্রিল মাসে গোটা দুনিয়া নাকি আরও একটি অতিমারি দেখবে। আর সেই মেসেজই নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কী বলা হয়েছে সেই ভাইরাল মেসেজে?


এক্স হ্যান্ডলে ২০২২ সালে জ্যোতিষীর সেই ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে অনিরুদ্ধ কুমার মিশ্র নামে এক জ্যোতিষী দাবি করেছেন, ‘২০২৫ সালের এপ্রিল মাসে নতুন একটি মহামারী দেখা যাবে। যার জন্য বিশ্বের অধিকাংশ মানুষ নিরামিষ খেতে শুরু করবেন। এই মহামারী নিয়ন্ত্রণে আসার আগে ৪ বছর ৫ মাস ধরে বহু মানুষের প্রাণ নেবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও