তাস ছুড়ে কাটেন শসা, জ্বালান ম্যাচ-কাঠি
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৭
রহস্যময় এক চরিত্র, মারাত্মক সব নির্ভুল আঘাতে একের পর এক জিনিস কেটে যাচ্ছেন তিনি। অথচ তাঁর হাতে কোনো ধারালো অস্ত্র নেই। আছে শুধু এক বাক্স তাস।
নিশ্চয়ই ভাবছেন, এটা কোনো সিনেমার দৃশ্য কিংবা কোনো লেখকের কল্পকাহিনি। তবে জেনে রাখুন, এটা এখন আর শুধুই কল্পনার দৃশ্য নয়। এখন বাস্তবে এসব সম্ভব। কল্পনার এই দৃশ্যকে বাস্তব করে দেখিয়েছেন চীনের জাং ইয়াজউ। তবে অনলাইনে তিনি ‘নেংলিয়াংজুন’ নামে বেশি পরিচিত।