নেকড়েও পরাগায়ন ঘটায়!
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৯
ইথিওপিয়ান নেকড়ে আফ্রিকার দক্ষিণে বেল পর্বতমালার ফুলের মাঠে ঘুরতে ভালোবাসে। এ প্রজাতির কিছু নেকড়ে এক ঘণ্টা বা তারও বেশি সময় সেখানে ঘুরে বেড়ায়।
তারা বিশেষ এক গাছের উজ্জ্বল কমলা রঙের ফুল দেখে খুব আনন্দিত হয়। ফুলটির নেক্টার (ফুলের মধু) তাদের আকৃষ্ট করে এবং তারা পাকা ফুলগুলো চেটে খায়। এ সময় তাদের মুখে মধুর মতো হলুদ রেণু লেগে যায়। এই অদ্ভুত আচরণ প্রথমবারের মতো গবেষণায় ধরা পড়েছে। এটি সম্ভব হয়েছে স্যান্ড্রা লাইয়ের নেতৃত্বে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী দলের পরিচালিত একটি গবেষণার মাধ্যমে।