ডেঙ্গু নিয়ন্ত্রণের টেকসই প্রস্তাব

কালের কণ্ঠ কবিরুল বাশার প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:১২

শুষ্ক-বৃষ্টিহীন প্রচণ্ড এ শীতেও প্রতিদিন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। কোনোভাবেই যেন ঠেকানো যাচ্ছে না এডিস মশা এবং তার ডেঙ্গু সংক্রমণ। থামানো যাচ্ছে না ডেঙ্গুর অব্যাহত অগ্রযাত্রা।


দীর্ঘদিন ধরে প্রাদুর্ভাব রয়েছে পরিচিত শত্রু এডিস মশা এবং তার দ্বারা সংক্রমিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার।


২০০০ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রায় প্রতিবছরই কমবেশি ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু এবং এর বাহক মশা সম্পর্কে আমরা সবাই অবগত এবং এর নিয়ন্ত্রণব্যবস্থাও আমাদের জানা। তার পরও আমরা কেন ব্যর্থ হচ্ছি ডেঙ্গু নিয়ন্ত্রণে?


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য মতে, ২০২৪ সালে এক লাখ এক হাজার ২১৪ জন মানুষ ডেঙ্গু রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে ৫৭৫ জন মানুষ মারা গিয়েছে। ২০২৩ সালে আক্রান্ত ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ এবং মারা গিয়েছিল এক হাজার ৭০৫ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও