 
                    
                    গাড়ি উৎপাদনে মানুষের জায়গা নিচ্ছে রোবট!
জার্মানির গাড়িনির্মাতা বিএমডাব্লিউর যুক্তরাষ্ট্রের কারখানায় শিগগিরই উৎপাদন প্রক্রিয়ায় হিউম্যানোয়েড রোবটের ব্যবহার শুরু হতে পারে। মার্সিডিজ-বেঞ্জে এই বিষয়ে একটি পাইলট প্রকল্প চলছে। তবে ভবিষ্যতে রোবট মানুষের কী পরিমাণ চাকরি নিয়ে নেবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।
বিএমডাব্লিউর কারখানায় ফিগার০২ মডেলের রোবট কাজ করছে। একেকটি ফিগার০২ রোবটের দাম প্রায় ৮০ হাজার ইউরো, বাংলাদেশি মূল্য যার ১০ লাখ টাকার কিছু বেশি। এছাড়া রক্ষণাবেক্ষণের জন্য বছরে খরচ হয় চার হাজার ইউরো। মানুষের জন্য একঘেয়েমিতে পূর্ণ ও শারীরিক পরিশ্রম হয় এমন কাজ করতে পারে এটি। তবে এই প্রক্রিয়ার গতি এখনও খুব ধীর।
বিএমডাব্লিউ কর্মকর্তা কারোলিন রিশটার বলেন, ‘আমরা এই প্রযুক্তিটা একেবারে শুরু থেকেই বুঝতে চাই। উৎপাদন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে আরও ভালোভাবে কাজে লাগানো যায়, তা আমরা জানতে চাই।’
হিউম্যানোয়েড রোবট বিশেষজ্ঞ ডানিয়েল কিটেলব্যার্গার বলেন, ‘আমরা ধরে নিই যে, রোবট একজন মানুষের ৪০ থেকে ৫০ শতাংশ কাজ করতে পারে। তবে এটাও বলতে হবে যে, হিউম্যানোয়েড রোবটের কিছু সুবিধাও আছে। ব্যাটারি পরিবর্তন, ব্যাটারি চার্জ করা ও মাঝেমধ্যে রক্ষণাবেক্ষণের কিছু কাজ ছাড়া রোবটকে কখনও কাজে বিরতি নিতে হয় না। আট ঘণ্টা কাজ করার পর এটি থেমে যায় না।’

- ট্যাগ:
- প্রযুক্তি
- রোবট
- গাড়ি উৎপাদন
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                