বর্তমান যুগকে প্রযুক্তিনির্ভর যুগ বলা হলেও তা আর কেবল প্রযুক্তির ওপর নির্ভরশীল নয়। এখনকার যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগ। এই বুদ্ধিমত্তার এক যুগান্তকারী রূপ হচ্ছে ‘চ্যাটজিপিটি’।
ওপেনএআইয়ের উদ্ভাবিত এই চ্যাটবট ইতিমধ্যেই বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। তবে একদিকে যেমন এটি আমাদের কাজকে সহজতর করে তুলেছে, জ্ঞান আহরণে সহায়ক হয়েছে; ঠিক তেমনি অন্যদিকে এটি নিয়ে আশঙ্কাও তৈরি হয়েছে। সেটি হলো, এই প্রযুক্তি আমাদের সৃজনশীলতা ধ্বংস করছে না তো?
মূলত চ্যাটজিপিটি হচ্ছে একটি ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট, যা অনেক পরিমাণ পাঠ্য ডেটা বিশ্লেষণ করে মানুষের মতো করে প্রশ্নের উত্তর দিতে, লেখালেখি করতে, সমস্যার সমাধান দিতে ও আলোচনা চালিয়ে যেতে পারে। জিপিটি (জেনারেটিভ প্রিট্রেইন্ড ট্রান্সফরমার) মডেলের ভিত্তিতে তৈরি এই চ্যাটবট ২০২২ সাল থেকেই বিশ্বজুড়ে আলোড়ন তোলে।