বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হচ্ছে ফেসবুক। এ মাধ্যম থেকে আয় করার জন্য কনটেন্ট মনিটাইজেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে কনটেন্ট তৈরি করে অর্থ উপার্জন করা যায়। তবে ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে আয় করার জন্য কিছু নিয়ম ও শর্তাবলি আছে, যা পূরণ করতে হয়।
ফেসবুক মনিটাইজেশন হলো ফেসবুক প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে অর্থ উপার্জনের একটি সুযোগ। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও, ছবি, লেখা বা অন্যান্য কনটেন্ট তৈরি করে বিজ্ঞাপন বা অন্যান্য মাধ্যমে আয় করতে পারেন। ফলে কনটেন্ট ক্রিয়েটররা মনিটাইজেশনের জন্য অপেক্ষা করে থাকেন। দিন-রাত কঠোর পরিশ্রমও করেন।