ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫

বিডি নিউজ ২৪ ফরিদপুর সদর প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:২২

ফরিদপুর সদরে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাস খাদে পড়ে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে।


মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের রাজবাড়ী-ভাঙ্গা রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আব্দুল জলিল।


নিহতরা হলেন, নারায়ণগঞ্জের ভুইয়াপাড়ার সায়েম (৪০), সাদিয়া জহির (৪৫), রানা শরিফ ভূঁইয়া (৬৭) এবং রাইয়ান (১১)। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।


স্থানীয়দের বরাতে পুলিশ সুপার আব্দুল জলিল জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দুপুরে ওই এলাকা অতিক্রম করার সময় গেরদা থেকে মুন্সিবাজারের দিকে যাওয়া একটি হায়েস মাইক্রোবাস রেললাইনে উঠে পড়ে।


এ সময় মধুমতি এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে বেশ কিছুদূর গিয়ে রেললাইনের পাশের পুকুরে পড়ে যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও