You have reached your daily news limit

Please log in to continue


বিপুর ‘ভাই-বন্ধু’দের স্বার্থে দরপত্রে বিশেষ শর্ত

আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুতে প্রিপেইড মিটার–বাণিজ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের (বিপু) ‘ভাই-বন্ধু’ নামে পরিচিত একটি চক্রের কাছে। সেই একই চক্রকে এখন আরও প্রায় ১৫ লাখ মিটার সরবরাহের কাজ দিতে সক্রিয় সরকারের বিদ্যুৎ সরবরাহকারী দুটি কোম্পানি। এ জন্য দরপত্রে এমন শর্ত যুক্ত করা হয়েছে, যাতে ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানই সুবিধা পায়।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানির (নেসকো) জন্য ৮ লাখ মিটার কিনতে গত জুলাইয়ে দরপত্র আহ্বান করা হয়।

প্রায় একই সময়ে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণকারী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ৭ লাখ মিটার ও সিস্টেম কেনার জন্য কয়েকটি প্যাকেজে দরপত্র আহ্বান করে। ইতিমধ্যে একটি প্যাকেজে ১ লাখ ৩৯ হাজার মিটার কেনার দরপত্র এখন যাচাই–বাছাই পর্যায়ে রয়েছে। আরেকটি প্যাকেজে ৫১ হাজার মিটার ক্রয়ের দরপত্রের প্রক্রিয়া চলমান। এর মধ্যে একটিতে হেক্সিং, ইনহে মিটার, শেনজেন স্টার, ওয়াসিওন ও হোলি মিটার নামের প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাই-বন্ধুদের ব্যবসার সঙ্গে যুক্ত। প্যাকেজ–১–এর দরপত্র দলিলের শর্ত অনুযায়ী, সরবরাহকারী প্রতিষ্ঠানকে গত পাঁচ বছরে সমজাতীয় মিটার স্থাপনে দুটি প্রকল্প বাস্তবায়নের সনদ থাকতে হবে। ন্যূনতম ৫০ হাজার স্মার্ট প্রিপেইড মিটার পাওয়ার লাইন কমিউনিকেশন (পিএলসি) স্থাপনের অভিজ্ঞতা থাকতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন