আন্দোলন-সংঘাতের ধাক্কা জিডিপি প্রবৃদ্ধিতে, জুলাই-সেপ্টেম্বরে ১.৮১%
রাজনৈতিক পটপরিবর্তন ঘিরে সহিংসতা ও নৈরাজ্যকর পরিস্থিতিতে শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ায় বড় প্রভাব পড়েছে মোট দেশজ উৎপাদনে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ৮১ শতাংশ; যেখানে আগের অর্থবছরের একই সময়ে এই হার ৬ দশমিক ০৪ শতাংশ ছিল।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে দেখা যায়, অস্থিরতার তিন মাসে শিল্প খাতে প্রবৃদ্ধি হয় মাত্র ২ দশমিক ১৩ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৮ দশমিক ২২ শতাংশ।
জুলাই-সেপ্টেম্বর সময়ে কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধিও কমেছে। কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে দশমিক ১৬ শতাংশ, যা আগের বছর ছিল দশমিক ৩৫ শতাংশ। আর সেবা খাতে এবার প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৫৪ শতাংশ, যা আগের বছর ৫ দশমিক ০৭ শতাংশ ছিল।
ক্ষমতার পালাবদলে শিল্পে নৈরাজ্য, অস্থিরতা আর উৎপাদনে স্থবিরতার কারণে এবার অর্থনৈতিক পরিস্থিতি কঠিন হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক।
চলমান পরিস্থিতিকে ‘অনিশ্চিত’ বর্ণনা করে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মধ্যবর্তী হিসাবে ৪ শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছিল বিশ্ব ব্যাংক। এর আগে সংস্থাটি ৫ দশমিক ৭০ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে আভাস দিয়েছিল।