সোনা আবহমান কাল থেকেই মূল্যবান ধাতু। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিন দিন সোনা যেন আরও মূল্যবান হচ্ছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন দেড় লাখ টাকার ওপরে। অথচ এক বছর আগে এই সময়ে তা ছিল ১ লাখ ১১ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ভরিপ্রতি (২২ ক্যারেট) সোনার দাম বেড়েছে প্রায় ৪৭ হাজার টাকা।
মূলত বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। সেই সঙ্গে দেশেও পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিয়মিত ওঠানামা করে থাকে। তবে সম্প্রতি যে হারে দাম বাড়ছে, সে হারে আর কমছে না। এ কারণে সোনার মূল্যস্তর ক্রমে ঊর্ধ্বমুখী।