
কেন একটি পাঞ্জাবির দাম ৪ লাখ, শাড়ি দেড় লাখ টাকা
ডেইলি স্টার
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ০৯:৫২
এ বছর ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে যে কয়েকটি বিষয় আলোচনায় ছিল, তার মধ্যে একটি হলো দামি পোশাক। কিছু পোশাকের দাম এতোটাই বেশি ছিল যে ক্রেতাদের অনেকে তা শুনে বিস্মিত হয়েছেন।
ঢাকার কিছু কিছু দোকানে ঈদের অন্যতম প্রধান পোশাক পাঞ্জাবির দাম চার লাখ টাকা—এমন খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি আলোচনার বিষয় হয়ে উঠে।
গণমাধ্যমে উঠে আসে, ঢাকার একটি ফ্যাশন আউটলেট একটি পাঞ্জাবি বিক্রি করছে চার লাখ টাকায়। এমন পরিস্থিতি স্বভাবতই অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে—পাঞ্জাবির দাম এত বেশি কেন? কী এমন বিশেষত্ব এর?
বিক্রেতারা বলছেন, এর পেছনে রয়েছে উন্নতমানের কাপড়, সূক্ষ্ম নকশা, হাতে তৈরি কারুকাজ এবং পরিশীলিত রং করার প্রক্রিয়া।