রানখরায় তামিম-মুশফিক-লিটন, বিজয়ের ব্যাটে হাসি
চলতি বিপিএলে ঢাকায় প্রথম পর্বের শেষ দুদিন ঘন কুয়াশায় চারপাশ ঘিরে থাকলেও মাঠের ক্রিকেট জৌলুস ও আকর্ষণ হারায়নি। তবে এবারের আসর শুরু থেকেই জমজমাট। শেরে বাংলায় প্রথম চার দিন মোটামুটি রান উৎসব চলেছে। শেষ দিকে রান কম হলেও আকর্ষণ কমেনি মোটেও।
ঢাকার প্রথম পর্ব শেষে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স ৩ ম্যাচের সবগুলোতে জিতে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।
বরাবরের মতো শেরে বাংলা এবার স্লো-নির্জীব, নিচু-বাউন্সি পিচ নেই। শুরু থেকেই উইকেটে প্রাণের সঞ্চার ঘটেছে। বল ব্যাটে আসছে। বাউন্সও থাকছে ভালোই। যে কারণে শট খেলা যাচ্ছে। ব্যাটাররা ইচ্ছেমতো চটকদার ও বাহারি স্ট্রোক খেলতে পারছেন উইকেটের চারপাশে। চার-ছক্কার নহরও বয়ে গেছে প্রথম চার দিন।
ভালো উইকেটের কারণে স্কোরলাইনও ছিল বেশ বড়। গড়পড়তা ১৮০’র বেশি রান উঠেছে প্রতি ম্যাচে। চার দিনে একজোড়া সেঞ্চুরিও হয়েছে। রান উঠেছে শুনে এমনটি ভাববার কোনো কারণ নেই যে, উইকেটে বোলারদের কিছুই নেই। বাস্তবে বোলাররাও উইকেট থেকে ফায়দা পেয়েছেন।