![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025January/tomiko-itooka-050125-1736050636.jpg)
প্রবীণতম তোমিকো ইতোকার জীবনাবসান
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃত তোমিকো ইতোকা ১১৬ বছর বয়সে মারা গেছেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি লিখেছে, এই জাপানি নারীর মৃত্যু হয়েছে হিয়োগো প্রিফেকচারের আশিয়া শহরের একটি নার্সিং হোমে।
২০২৪ সালের অগাস্টে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পর ইতোকা বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হন।
আশিয়ার ২৭ বছর বয়সী মেয়র রিওসুকে তাকাশিমা এক বিবৃতিতে বলেন, “মিজ ইতোকা তার দীর্ঘ জীবনে আমাদের সাহস ও আশা জুগিয়েছেন। এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।”
ইতোকা জন্মেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের ছয় বছর আগে, ১৯০৮ সালের মে মাসে। ওই বছরই ফোর্ড মডেল টি গাড়ি চালু হয়েছিল যুক্তরাষ্ট্রে।
বিবিসি লিখেছে, ইতোকা বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি কি না তা যাচাই করা হয়েছিল গেল সেপ্টেম্বরে। এরপর প্রবীণ দিবসে তার হাতে গিনেস রেকর্ডসের সনদ তুলে দেওয়া হয়। প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা জানাতে দিবসটিতে জাপানে সরকারি ছুটি দেওয়া হয়।