মনমোহন সিংকে শ্রদ্ধা জানাননি শেহবাজ শরিফ, কেন?

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ২৩:২৩

গত সপ্তাহে মারা যান ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। তিনি দেশটির প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী, যিনি হিন্দু ধর্মাবলম্বী নন। তার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোক প্রকাশ করে বার্তা এসেছে। শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ‘বন্ধু ও ভাই’ হিসেবে স্মরণ করেছেন মনমোহন সিংকে।

তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিল পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাননি। এমনকি তার বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফেরও তেমন পদক্ষেপ দেখা যায়নি। তবে মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।


বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ড. মনমোহন সিংকে শ্রদ্ধা না জানানোকে কেন্দ্র করে বেশ আলোচনা হচ্ছে। মি. শরিফের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানের অনেকেই।


মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেখানে মনমোহন সিংয়ের একটি প্রতিকৃতি রাখা হয়েছিল, ড. ইউনূস সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও